গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ২:১৪ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এবং এই দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস গোদাগাড়ীর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক ও সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সভাপতি ওয়েজ উদ্দিন বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের সবার সমন্বিত প্রচেষ্টায় উন্নয়নের ধারাকে টেকসই ও দুর্যোগ মোকাবেলার বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। দুর্যোগ থেকে জনগণের জানমাল রক্ষায় তৃণমুল পর্যায়ে আমাদের সরকারি দপ্তরের সাথে সাথে জনপ্রতিনিধি, এমজিও, সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার মানুষ কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির জানান, দুর্যোগ প্রশমনকল্পে গ্রামীণ অবকাঠোমো টেকসইকরণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এইচবিবি প্রকল্প সেতু-কালভার্ট প্রকল্প, বন্যা আশ্রয়কেন্দ্র, মুজিব কেল্লা প্রকল্প, জেলা ত্রাণ গুদাম কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন, টিআর, কাবিখা প্রকল্প চলমান রয়েছে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে বিল্ডিং কোড মেনে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়িঘর নির্মাণের আহবান জানানো হয়।

উপস্থিত ছিলেন উপজেলা গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন তোতাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, এনজিওকর্মী প্রমুখ।

  • 107
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে