রবীন্দ্র গবেষক নাছিম উদ্দিন মালিথার মৃত্যুতে জাসদের শোক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
রবীন্দ্র গবেষক নাছিম উদ্দিন মালিথার মৃত্যুতে জাসদের শোক

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ও পাকুড়িয়া গ্রামের বাসিন্দা রবীন্দ্র গবেষক, শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, প্রবন্ধকার, প্রফেসর মো. নাছিম উদ্দিন মালিথার মৃত্যুতে শোক প্রকাশ করেন সমাজ তান্ত্রিক দল জাসদ (ইনু-শিরিন)।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সমাজ তান্ত্রিক দল জাসদ (ইনু-শিরিন) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য, রাজশাহী জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিরষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, বাঘা উপজেলা জাসদের সভাপতি বাবু শিক্ষক রাম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, চারঘাট উপজেলা জাসদের সভাপতি শিক্ষক মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহ প্রমুখ। নাছিম উদ্দিন মালিথা চ্যানেল আইয়ের বার্তা বিভাগের চিফ রিপোর্টার চকর মালিথার পিতা।

উল্লেখ্য, নাছিম উদ্দিন মালিথা (৭৫) শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের চালা শাহজাদপুর গ্রামের বাসিন্দা।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে