দায়িত্ব নিয়েই সেই বাঁধ কেটে জলাবদ্ধতা দূর করলেন পুঠিয়ার নতুন ইউএনও

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০; সময়: ৮:৪১ অপরাহ্ণ |
দায়িত্ব নিয়েই সেই বাঁধ কেটে জলাবদ্ধতা দূর করলেন পুঠিয়ার নতুন ইউএনও

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ায় পানি প্রবাহের খালে বাঁধ দেওয়ায় ৫ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। এতে বাড়ি-ঘর, রাস্তাঘাট সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি প্রবাহের খালের বাঁধ ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন এলাকাবাসী। এতোদিন প্রশাসন চুপচাপ ছিল।

তবে গত শনিবার দায়িত্ব নিয়েই সেই বাঁধ কেটে জলাবদ্ধতা দূর করেন পুঠিয়ার নতুন ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাস। বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি বাঁধ কেটে জলাবদ্ধতা থেকে রক্ষা করেন ৫ গ্রামের মানুষকে।

এলাকাবাসী জানান, পমপাড়া ও মঙ্গলপাড়া গোড়াগাছী বিলে মাছচাষের জন্য কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করেন এলাকার প্রভাবশালী মাছচাষিরা। তাদের সঙ্গে আছেন বাগমারার রামরামা গ্রামের মোহন ও স্থানীয় ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম। দুইস্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছচাষ করায় আশেপাশের কয়েকটি গ্রামের শত শত পরিবারের মানুষ পানি বন্দি হয়ে পড়েন।

৫টি গ্রামের রাস্তা ঘাট, বাড়িঘর এবং পানের বরজসহ ফসলি জমিতে পানি জমে যাওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। যা রাজশাহীর দৈনিক পত্রিকা সোনার দেশে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এলাকাবাসীর দাবির কারণে গত শনিবার ও রোববার দুই দিন ধরে সেই বাঁধ কেটে দেন নবাগত এই ইউএনও। এ বিষয়ে ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাস জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে এতে এলাকার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে। অনেক নতুন পুকুর খনন করায় এই সমস্যা আরো বেশি হয়েছে। কিছু পুকুরের বিষয়ে আমরা নজরে রেখেছি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে