লিফদের চাকুরি সরকারিকরণের দাবিতে বাগমারাতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০; সময়: ৭:৪৬ অপরাহ্ণ |
লিফদের চাকুরি সরকারিকরণের দাবিতে বাগমারাতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : দেশের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে কর্মরত লিফদের চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের রাজশাহী বিভাগের উদ্যোগে আজ রোববার রাজশাহীর বাগমারায় এই কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে দাঁড়িয়ে সংগঠনের বিভাগের অর্ধশত সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি শাহজাহান আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন আবদুর রাজ্জাক, বাবুল হোসেন, জান্নাতুন নেছা, ফাতেমা বেগম, রহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গত ২০০৯ সাল থেকে মৎস্য অধিদপ্তরের আওতায় ইউনিয়ন পর্যায়ে তিন হাজার লিফ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মৎস্যচাষে বাংলাদেশ বিশে^ দ্বিতীয় স্থান লাভ করেছে এর অংশদীর তাঁরাও। তাঁরা মাসিক সম্মানির ভিত্তিতে চাকরি করলেও এখনো তাঁদের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নেওয়া হয়নি। এই সময়ে অনেকের সরকারি চাকরির বয়সসীমা পার হয়েছে।

প্রকল্পের মেয়াদ শেষের আগে তাঁদের চাকরি সরকারিকরণ করা না হলে বেকার হয়ে দেশ ও পরিবারের বোঝা হয়ে বাঁচতে হবে। এজন্য তাঁরা চাকরি সরকারিকরণের দাবি জানান। শেষে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ম্মারকলিপি দেওয়া হয়।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে