গোদাগাড়ীর মাটিকাটা ইউপি উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ৯:৫১ অপরাহ্ণ |
গোদাগাড়ীর মাটিকাটা ইউপি উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৯১ টি।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনিরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৬৭০ টি। মাটিকাটা ইউনিয়নে মোট ভোটার ৩৪ হাজার ৯০ টি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১০ টি ভোট কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগে থেকেই ভোটারদের আগ্রহ কম দেখা দেয়ায় ভোটের দিন ভোট কেন্দ্রে উপ¯ি’তি কম দেখা যায়।

ভোট কেন্দ্রের আশে পাশে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীকে দেখা গেলেও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। আওয়ামী লীগের প্রার্থী শহিদুল করিম শিবলী বিদিরপুর উত্তরা বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন। আর বিএনপির মনিরুল ইসলাম মনি বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলী আযম তৌহিদ ২০২০ সালের ২৪ জানুয়ারী মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন ২৯ মার্চ ভোট গ্রহণের ঘোষণা দিলেও করনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। নতুন করে ১০ অক্টোবর ভোট গ্রহণের ঘোষণা দিলে আওয়ামী লীগ ও বিএনপির ২ চেয়ারম্যাম প্রার্থী ব্যাপক প্রচার প্রচারণা চালায়।

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে