রাজশাহীতে ধর্ষণের প্রতিবাদ অব্যাহত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ২:০৪ অপরাহ্ণ |
রাজশাহীতে ধর্ষণের প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী জেলা নারী মুক্তি সংসদ এবং রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহনকারীদের পক্ষ থেকে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণসহ দেশের প্রতিটি ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।

সকালে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে। সেই সঙ্গে ধর্ষকের বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শেষ করার দাবি জানান। পরে রাজশাহী জেলা নারী মুক্তি সংসদ এবং রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম একইস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় ধর্ষকদের কঠোর শাস্তি দাবি জানিয়ে বক্তারা বলেন, সারাদেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। সরকারের প্রতি আহ্বান অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

  • 243
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে