পুঠিয়ার বানেশ্বরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৭

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
পুঠিয়ার বানেশ্বরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৭

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে হোটেল কর্মচারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বানেশ্বর এলাকায় আবাসিক হোটেল থেকে তাদের আটক করে।

পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, এসআই আঃ মজিদ, এএসআই আমেনা ও তার সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত আবাসিক হোটেল চয়েস এ অভিযান চালিয়ে হোটেল কর্মচারীসহ ৭ জনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছে। মামলা হলে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

অসামাজিক কার্যকলাপের দায়ে আটককৃতরা হলেন- মোসাঃ লতা খাতুন (৩০), মোসাঃ তানিয়া খাতুন (২৫), মোসাঃ জুঁই খাতুন (২৫), মোসাঃ ববি খাতুন (৩০), শারমিন খাতুন (২৩), সুজন (৩০), সোহাগ (২৮)।

  • 119
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে