পবায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
পবায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপি অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রকি ইসলামের নেতৃত্বে এলাকাবাসীর উদ্যোগে নগরীর কিসমত কুখন্ডী এলাকায় ধর্ষণের বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সময় বক্তব্য রাখেন হানিফ মোহাম্মদ পলাশ, সাখওয়াত হোসেন শাকি, ওমর ফারুক ভাদু, ইউপি’র সদস্য আক্কাস আলী, মমতাজ মন্ডল, আওয়ামী লীগ নেত্রী লিলি বেগম প্রমুখ।

রকি বলেন, আমাদের এই মুহূর্তে উচিত ধর্ষণ প্রতিরোধে সবায়কে সোচ্চার হওয়া। ধর্মীয় অনুসাশন মেনে ছোটবেলা থেকে সুশিক্ষা দিলে ধর্ষণের সংখ্যা অনেকাংশেই কমানো সম্ভব। পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি। পারিবারিকভাবে জাগরণ সৃষ্টি করা চাই। ধর্ষণ-সংস্কৃতিকে উসকে বা প্রশ্রয় দেয় এমন সমাজকে ধর্ষণবিরোধী, ধর্ষণ প্রতিরোধী সমাজে রূপান্তর করতে হবে। নারীকে ‘মানুষ’ হিসেবে ভাবার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, সারাদেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। পাশাপাশি তারা সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব না থাকা ও নৈতিক মূল্যবোধের অভাবকে দায়ী করেন।

  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে