পবায় গাঁজাসহ শ্যলক ও দুলাভাই গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ৮:৩৬ অপরাহ্ণ |
পবায় গাঁজাসহ শ্যলক ও দুলাভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে গাঁজাসহ ভূয়া সাংবাদিক পরিচয় দানকারি দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস লেখা টিভিএস মোটরসাইকেলে করে দুইজন গাঁজা বহন করে যাওয়ার পথে নওদাপাড়া মহিলা পলিটেকনিকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়ছে বলে জানান পবা থানার ওসি গোলাম মোস্তফা।

গ্রেপ্তারকৃতরা হলেন মো হৃদয় (২৫) ও জনি (৩৫)। হৃদয় নওদাপাড়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পিছনের এলাকার হারুনের ছেলে ও জনি পাবা উপজেলার বায়া চিটের মোড় এলাকার আলমগীরের ছেলে। তারা সম্পর্কে শ্যালক ও দুলা ভাই।

ওসি জানান, গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল প্রেস লেখা একটি টিভিএস মোটরসাইকেলে গাঁজা বহন করে নিয়ে যাওয়া হবে। তাই গাঁজা বহনকারী মোটরসাইকেল আরোহীকে পাকড়াও করতে পুলিশের প্রস্তুতিও ছিল। সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস লেখা টিভিএস মোটরসাইকেলে করে দুইজন গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল। পথে নওহাঁটা এলাকায় তাদের দেখেই পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু তারা পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করে।

ওসি আরো জানান, শেষপর্যন্ত নগরীর নওদাপাড়া আমচত্বর মহিলা পলিটেকনিকের সামনে তাদের আটকাতে সক্ষম হয় পুলিশ। এসময় পুলিশ তল্লাশি করতে চাইলে তারা সাংবাদিক বলে পরিচয় দেয়। এরমধ্যে জনি নিজেকে একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বলে দাবি করেন ও পরিচয়পত্র দেখান। আর হৃদয় সাংবাদিক পরিচয় দিলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

তিনি আরো বলেন, তাদের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাদের বাইক ও শরীর তল্লাশি চালায়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৮০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। ধাওয়া করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে