রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসিড ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দেয়া স্বামী মুরাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকেই র‌্যাব গ্রেপ্তার করে।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বাবার নাম রাফিকুল ইসলাম। পেশায় একজন ট্রাকের হেলপার।

র‌্যাব-৫ এর রাজশাহীর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, গণমাধ্যমে সংবাদ দেখেই তারা মুরাদকে আটকের জন্য তৎপর হয়ে ওঠেন। মুরাদ সারাদিন গা-ঢাকা দিয়ে থাকলেও রাতে বাড়ি ফেরেন। এরপরই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। গ্রেপ্তার মুরাদকে শনিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে