রাজশাহীর আদর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০; সময়: ৭:৫৩ অপরাহ্ণ |
রাজশাহীর আদর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর দোকানি আদর (৩৮) হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে নগরীর ভেড়িপাড়া মোড়ে এলাকাবাসী, পরিবারের সদস্য এবং স্বজনরা এই মানববন্ধন করেন। এ সময় আদর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকিতে সিগারেট না দেয়ার কারণে দোকানের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর আদর মারা যান। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়।

কিন্তু জনরা বলেছেন, মামলার এজাহার হয়েছে পুলিশের ইচ্ছায়। পুলিশ এজাহার প্রস্তুত করে শুধু হান্নানের স্বাক্ষর নিয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হলেও তারা ঘটনার সাক্ষী। খুনের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। পুলিশ সাক্ষীকে আসামি করেছে। এছাড়া আরও দুইজনকে আসামি করা হয়েছে যারা এই খুনের সঙ্গে জড়িত নন। আর বাদ দেয়া হয়েছে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে।

এ নিয়ে মঙ্গলবার ভেড়িপাড়া মোড়ে লাশ নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। পরে পুলিশ গিয়ে তাদের আশস্ত করে যে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে। আর কেউ যদি জড়িত না থেকেও আসামি হন তবে তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হবে। এরপর তারা অবরোধ তুলে নেন। তবে দ্রুত বিচারের দাবিতে পরদিন তারা আবারও মানববন্ধন করলেন।

  • 129
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে