বাগমারায় বন্যার্থদের মাঝে খাদ্য বিতরন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০; সময়: ৬:১৬ অপরাহ্ণ |
বাগমারায় বন্যার্থদের মাঝে খাদ্য বিতরন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বড়বিহানালী ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে রান্নাকরা খাদ্যসামগ্রী বিতরন শুরু করছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে তিনি বন্যার্থদের মাঝে রান্না করা খাদ্যসামগ্রী বিতরন করেন।

এছাড়াও তিনি বন্যাদুর্গতদের তালিকা তৈরী ককরতে স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের আহহবান জানান। বন্যায় তার নিজ ইউনিয়ন বড়বিহানালীসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়। বন্যাদুগর্গত মানুষের রান্নার জায়গা না থাকায় খাদ্য সংকট সৃষ্টি হয়।

মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ তিনি বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন শুরু করেন। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু বলেন, বন্যার পানি না কমা পর্যন্ত তিনি বন্যাদুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করবেন। খাদ্য সামগ্রী বিতরনের সময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর সাথে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ইয়াছিন আলী, আব্দুল জব্বার, শহিদুল ইসলাম, নিমাই চন্দ্র সরকার প্রমুখ।

আগামী কাল বৃহস্পতিবার একই স্থানে বন্যাদুর্গতদের মধ্যে আবারো খাদ্যসামগ্রী বিতনস করা হবে বলে জজানা গেছে।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে