পুঠিয়ায় নিহত ট্রাক চালকের পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০; সময়: ১২:৫৬ অপরাহ্ণ |
পুঠিয়ায় নিহত ট্রাক চালকের পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ছাগল নিহতের জেরে গণপিটুনিতে নিহত ট্রাক চালক আবু তালেবের পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির জাতীয় নীর্বহী কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বিএনপির এই নেতা নিজে ভুক্তভোগির বাড়ি উপজেলার ঝলমলিয়া গ্রামে যান।

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির আহবায়ক আসাদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সদস্য ফরহাদ আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের পুঠিয়া থানা সভাপতি সানোয়ার হোসেন জনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীরা।

পরে বিএনপি নেতা আবু বক্কর নিহত আবু তালেবের পরিবারকে সান্তনা দেন এবং তার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন। এছাড়াও ওই পরিবাররে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে চালক আবু তালেব বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ট্রাক বোঝাই মালামাল নিয়ে পুঠিয়ার দিকে আসছিল। পথে তাহেরপুর এলাকায় আসামাত্র ট্রাকের চাপায় ছাগল মারা যায়।

পরে ওই এলাকার ২০/২৫ জনের একটি দল মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় আটক করে। তারা চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ট্রাক চালককে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে।

  • 206
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে