বাগমারায় জোরপূর্বক বাঁশঝাড় কেটে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ৮:৩৯ অপরাহ্ণ |
বাগমারায় জোরপূর্বক বাঁশঝাড় কেটে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি ও বাঁশঝাড় দখল করে প্রায় পাঁচ শতাধিক বাঁশ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অর্জুনপাড়া গ্রামের মৃত কেরামতুল্লাহ’র ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে প্রতিপক্ষ ইসমাইল খাঁর ছেলে তোফাজ্জল হোসেন স্বপনসহ সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩/১৫ জনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মামলা দায়ের করেন।

ঘটনা সূত্রে জানা যায়, অর্জুনপাড়া গ্রামের মৃত কেরামতুল্লাহ এর ছেলে নজরুল ইসলাম প্রায় পঞ্চাশ বছর ধরে অর্জুনপাড়া মৌজার বাঁশঝাড়সহ জমি পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে। গত ২৩ সেপ্টেম্বর লোকজন নিয়ে ওই জমি দখল করে ভয়ভীতি দেখিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোর পূর্বক শত শত বাঁশ কেটে নেয় ইসমাইল খা’র ছেলে তোফাজ্জল হোসেন।

মামলার বাদি নজরুল ইসলাম ও স্বাক্ষী খায়রুল আলম জানান, এর আগে থেকেই জমি দখলের জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে স্বপন। এসব ব্যাপারে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বাগমারা থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়াও জমিজমা সংক্রান্ত বিষয়ে নজরুল ইসলামের সঙ্গে আর কোন বিরোধ নাই মর্মে নজরুল ইসলামের ভুয়া স্বাক্ষর করে একটি আপোষনামা তৈরী করে বিভিন্ন জায়গায় তা দেখিয়ে জমি দখল অব্যাহত রাখেন তোফাজ্জল হোসেন স্বপন।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তোফাজ্জল হোসেন স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জমির বাঁশ আমি কেটেছি। জমির প্রয়োজনীয় কাগজপত্র আমার আছে।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে