গোদাগাড়ীতে রাতের আঁধারে ৩০০ গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ৮:১৪ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে রাতের আঁধারে ৩০০ গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, গোদগাাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ৩০০ টি গাছে কেটে ফেলেছে দুবৃত্তরা। এনিয়ে চরম বিপাকের মধ্য দিন যাপন করছে ওই বাগান মালিক।

সোমবার দিবাগত রাতে উপজেলার নবীনগর এলাকায় কৃষক খাইরুল ইসলামের বাগানে এই ঘটনা ঘটে। এর আগেও একই রকম ঘটনা ঘটেছিলো বলে জানান কৃষক খাইরুল ইসলাম। সেই সময়ে থানায় জিডিও করে রেখেছিলেন ওই বাগান মালিক । তাতেও কোন লাভ করতে পারেননি তিনি।

বাগান মালিক খাইরুল ইসলাম জানান, সোমবার রাত ৭ টার দিকে আমি বাগানের গাছে দেখে বাসায় গিয়েছি। সকালে পুনরায় বাগানে আসলে দেখি গাছ গুলোকে হাসুয়া দিয়ে কেটে ফেলে রেখেছে। মাত্র ১০ মাস আগে ৫০ শতক জমিতে বাগানে ১৫০ টি মাল্টা গাছ, ১২০ টি পেয়ারা গাছ এবং ৩০ টি পেঁপে গাছ লাগায়।

গাছ গুলো কেবল বাড়ন্ত হয়ে উঠছিলো এই সময় কেউ শত্রুতামূলক ভাবে গাছে গুলো রাতের আঁধারে কেটে ফেলেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান। এই ঘটনায় তিনি কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করেছেন বলে জানান।

  • 129
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে