মাদক বিরোধী অভিযান জোরদার ও জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার নির্দেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
মাদক বিরোধী অভিযান জোরদার ও জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আরএমপি পুলিশের এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
২৯ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ২০২০ সালের আগষ্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। পুলিশ কমিশনার সভার শুরুতেই আরএমপির বিভিন্ন অফিসারদের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ অফিসার হিসাবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।

অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার চলমান মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার এবং জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সবার উদ্দেশ্য বক্তব্য রাখেন।

  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে