রাজশাহী অঞ্চলে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০; সময়: ১:৫৯ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে তিন জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহীতে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬৪ জন।

রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৮২৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৮১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৮ জন, বগুড়ায় ৩২ জন ও পাবনায় ১১ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জে, নওগাঁয়, নাটোরে, জয়পুরহাট ও সিরাজগঞ্জে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৫৯২ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭৫ জন, নওগাঁয় ১ হাজার ২৯২ জন, নাটোরে ৯৮৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৮১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৭ জন ও পাবনায় ১ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৯৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮১ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭ হাজার ৮২৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৬২৯, চাঁপাইনবাবগঞ্জে ৭০৮ জন, নওগাঁয় ১ হাজার ১৯৯ জন, নাটোরে ৮৩২ জন, জয়পুরহাটে ১ হাজার ৮ জন, বগুড়ায় ৬ হাজার ৬৯৮ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৭৩৭ জন ও পাবনায় ১ হাজার ১৮ জন।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে