রাজশাহীতে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০; সময়: ৮:১০ অপরাহ্ণ |
রাজশাহীতে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নদী বাঁচাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়ে রাজশাহীতে বিশ্ব নদী দিবস-২০২০ পালন করেছে বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্র। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় নগরীর আলুপট্টি মোড় এলাকায় মানববন্ধন ও পথসভার আয়োজন করে সংগঠনটি।

যৌথ আয়োজক হিসেবে অংশগ্রহণ করে নবজাগরণ ফাউন্ডেশন, জিরোপয়েন্ট সিক্স জিআরজেড, রোটারেক্ট ক্লাব ওফ এপ্রোচ রাজশাহী, সূর্যকিরণ বাংলাদেশ, সেভ দ্যি ন্যচার এন্ড লাইফ, স্বপ্ন ছোয়া যুব ক্লাব, রুরাল ডেভেলপমেন্ট ওফ পিপুলস।

বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাওয়াদ আহমেদ রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী ব্যবসায়ি সমন্বয় পরিষদের সাধারন স¤পাদক মো. সেকেন্দার আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ স¤পাদক জামাত খান, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আসলাম-উদ-দৌলা, সেভ দ্যি ন্যচার এন্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

তাদের বক্তব্যে উঠে আসে নদীমাতৃক বাংলাদেশে নদীর গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষপটে বাংলাদেশের নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় নদীর গুরুত্ব এবং নদী দূষণরোধে সরকার কতৃক গৃহীত পদক্ষেপের পাশাপাশি সকল স্তরের জনগনকে সচেতন হতে হবে ও নদী দখল মুক্ত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশন সভাপতি খালিদ হাসান, সূর্যকিরণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শাইক তাসনিম জামাল, স্বপ্ন ছোয়া যুবক্লাবের সভাপতি জাকির হোসেন, জিরোপয়েন্ট সিক্স জিআরজেডের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের হোসেন, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচির্ত্য রক্ষা কেন্দ্রের সাধারণ স¤পাদক জরিনা খাতুন, যুগ্ন- সাধারণ স¤পাদক আব্দুস শাকুর, যুগ্ন প্রচার প্রকাশনা স¤পাদক আলভি রহমান, নির্বাহী সদস্য আসিফ, শিশির, আতিক প্রমুখ।

  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে