তানোরে কৃষক মাঠ দিবস

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
তানোরে কৃষক মাঠ দিবস

বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক, তানোর : কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসল্লা উৎপাদন সংরক্ষণ ও বিতরণ ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও চলতি আমনে বিপিএইচ,কারেন্ট পোকা ও ইঁদুর দমনে কৃষকদের নিয়ে অগ্রিম সচেতন মুলক কৃষক সমাবেশ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার মুণ্ডুমালা উত্তরপাড়্ াগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদতপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে মুন্ডুমালা এলাকার বীরমুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সামিউল ইসলাম।

উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসের এসএপিপিও আলতাব হোসেন মুণ্ডুমালা পৌর ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমসের আলী প্রমুখ।

সমাবেশে পৌর এলাকার সার ও কীটনাশক ডিলার, গভীর নলকুপ অপরেটর ঈমানগন ও কয়েকশ কৃষক উপস্থিত ছিলেন।

মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকদের উদ্যোশে উপজেলা কৃষি অফিসার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধানের পাশাপাশি ডাল তেল, মসল্লা, ফল বাগানের করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হয়।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে