বাগমারা প্রেসক্লাবের সভাপতিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০; সময়: ৫:১৬ অপরাহ্ণ |
বাগমারা প্রেসক্লাবের সভাপতিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহল। তারা তথাকথিত অনলাইন পোর্টাল ব্যবহার করে এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে।

এ দিকে এ ধরনের অপপ্রচার বন্ধ করতে এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা রবিবার প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। এছাড়া এই ঘটনায় আলতাফ বাদি হয়ে আইসিটি আইনে বাগমারা থানায় রাজশাহীর সময় নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক মাসুদ রানা রাব্বানী ও বাগমারা প্রতিনিধি আব্দুল আলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নাজিম আল হাসান, আফাজ্জল হোসেন, আব্দুল মতিন, মামুনুর রশিদ, মাহফুজুর রহমান প্রিন্স, সামসুজ্জোহা মামুন, আকবর আলী, আবু বাক্কার সুজন, রতন কুমার, ফারুক আহম্মেদ, শামীম রেজা ।

বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর ওই অনলাইন পত্রিকায় বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেনের বিরুদ্ধে জনৈক পুলিশ সদস্যের স্ত্রীকে যৌন হয়রানীর অভিযোগ শিরোনামে ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি যে তথ্য দেয়া হয়েছে তা সত্য না।

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে