রুয়েটে চার দিনব্যাপী শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
রুয়েটে চার দিনব্যাপী শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রুয়েটে চার দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্বিতীয় ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর সাড়ে ৯ টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের ২১৭ নং রুমে আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল ) এর উদ্যোগে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকবৃন্দের চার দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক।

উল্লেখ্য, স্বাস্থ্য বিধি মেনে চার (০৪) দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগে নতুন নিয়োগ প্রাপ্ত মোট ৪৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে