পুঠিয়া পৌর নির্বাচনকে সামনে রেখে সরব সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
পুঠিয়া পৌর নির্বাচনকে সামনে রেখে সরব সম্ভাব্য প্রার্থীরা

মোহাম্মমদ আলী, পুঠিয়া : আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ব্যাপক দৌড় ঝাপ শুরু করেছে রাজশাহীর পুঠিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে তাদের নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পৌর এলাকার বাজার ও পাড়া মহল্লা গুলো।

দলের টিকিট পেতে লবিং-গ্রুপিং করে চলেছে বড় দুই দল আ’লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। এবারে পুঠিয়া পৌরসভায় সম্ভাব্য মেয়র তালিকায় এগিয়ে রয়েছেন নতুনরা। গতবার অনুষ্ঠিত প্রথম নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই অংশগ্রহণ করে। তবে বিএনপির প্রার্থী আসাদুল হক আসাদ জয়ী হলেও পরে আদালতের রায়ে বিজয়ী হয়ে আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলাম রবি বর্তমান মেয়র পদে রয়েছেন।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক আসাদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুনের নাম শোনা যাচ্ছে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, আমি আওয়ামী লীগ পরিবারের একজন সন্তান দীর্ঘদিন যাবৎ আ’লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছে তাই আমি শতভাগ আশাবাদী বাংলাদেশ আ’লীগ আমাকে মনোনয়ন দায় তাহলে আমি মেয়র পদে জয়লাভ করবো।

পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক আসাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জনগণের ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে