রাজশাহীতে ৪ শিবির নেতা গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০; সময়: ১১:৩৪ অপরাহ্ণ |
রাজশাহীতে ৪ শিবির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে পুরাতন মামলার আসামী শিবিরের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন, মৃত আবুল কাশেমের ছেলে রায়হান আজাদ (২৫), মজিবুর রহমানের ছেলে মেজবাউল আরেফিন (২৮), আমীর আলীর ছেলে শাহিন আলী (২৫) এবং মৃত রবিউল ইসলামের ছেলে হোসেন আলী রাজু (২৭)। এদের প্রত্যেকের বাড়ি নগরীর বোয়ালীয়া থানাধীন শেখেরচক এলাকায়।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, শুক্রবার পদ্মা যুব সংঘের ব্যানারে তারা শাহমখদুম ডিগ্রী কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অতিথি হিসেবে দাওয়াত দেয়া হয়। তবে অতিথিদের অনেকেই সেই অনুষ্ঠানে যায়নি।

এদিকে, করোনা পরিস্থিতির মধ্যে জনসমাগম নিষিদ্ধ থাকলেও প্রশাসনের অনুমতি না নিয়েই তারা এমন আয়োজন করে। এর পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ গিয়ে উপস্থিত হয়। পরে তাদের সাথে কথা বলে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই ৪ জন শিবিরের নেতা ও তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ছেড়ে দেয়া হয়েছে। ।

  • 143
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে