তানোরে দেশী পেয়াজ ৯০ টাকা আর ভারতের ৭০ টাকা কেজি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
তানোরে দেশী পেয়াজ ৯০ টাকা আর ভারতের ৭০ টাকা কেজি

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে দেশী পেয়াজ ৯০ টাকা ও ভারতীয় পেয়াজ ৭০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। তানোর গোল্লাপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ২-১ টাকা কম বেশী ৯০ টাকা কেজি দেশী পেয়াজ ও ৭০ টাকা কেজি ভারতীয় পেয়াজ বিক্রি করা হচ্ছে।

২৫ই সেপ্টেম্বর শুক্রবার সরেজমিনে গোল্লাপাড়া হাটে গিয়ে দেখা যায়, পেয়াজের পাশাপাশি অন্যসব নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বেশ চড়া। দেশী আলু ৪০ টাকা কেজি ও হলান্ডের আলু ৩৫টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অপর দিকে, ঢ্যারস ৬০ টাকা কেজি, পটল ৩০ টাকা থেকে ৩৫টাকা কেজি বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, বরবটি ৪০ টাকা কেজি, মুলাই ৪০ টাকা এবং কচু ৪০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

সেই সাথে দেশী মুরগী ৪শ’ টাকা, বয়লার মরগী ১শ’ ২০ টাকা লেয়ার ও সোনালী মুরগী ১শ’ ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে, কালীগঞ্জ হাটে গরুর মাংস বিক্রি হয়েছে ৫শ’ টাকা থেকে ৫শ’ ২০টাকা কেজি।

সবজি বিক্রেতারা বলছেন, করোনার প্রভাবসহ বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারনে সবজির দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধির ফলে আলু’র দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৪গুন বেশী। তবে, ক্রেতা ও বিক্রেতারা যে যার মত করে দামাদামি করে বেচা-কেনা করছেন।

ক্রেতারা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরেই গোল্লাপাড়া বাজারসহ প্রায় সকল হাট বাজারে বিভিন্ন সবজি ও নিত্যপন্যের দাম বেড়েছে।

বিক্রেতারা বলেন, গত ২সপ্তাহ থেকে গোল্লাপাড়া হাটসহ বিভিন্ন হাটে সবজিসহ নিত্য পন্যোর দাম কেজিতে বেড়েছে ৫টাকা থেকে ১০টাকা পর্যন্ত।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে