রাজশাহীতে ফেনসিডিলসহ ইউপি সদস্যর ভাই গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০; সময়: ১১:০৮ অপরাহ্ণ |
রাজশাহীতে ফেনসিডিলসহ ইউপি সদস্যর ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আরএমপি কাশিয়াডাংঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পবা উপজেলার হড়গ্রাম ৫ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হাসানের ছোট ভাই রাকিবুল হাসান (২৮) ও তার মদক ব্যবসার পার্টনার রতন (৩০) কে একটি মটোরসাইকেলসহ ১৪ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার কাশিয়াডাঙ্গা মোড়ের সিটি গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম। এ তথ্য নিশ্চিৎ করেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ।

ওসি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ের সিটি গেটের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানা পুলিশের একটি টিম। এসময় একটি মটোরসাইকেলে করে ১৪ পিচ ফেনসিডিল পাচার করার সময় কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার শামসুল হুদার ছেলে রাকিবুল হাসান (২৮) ও পবা উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত হাসানুজ্জামানের ছেলে মো রতন (৩০) কে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মাদক উদ্ধারকৃত আলামতসহ থানা পুলিশের এসআই মিজানুর রহমান বাদি হয়ে একটি মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ওসি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা যেই হোক তাদের ছাড় দেয়া হবে না। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে তারা র্দীঘদিন যাবত এ মাদক ব্যবসার সাথে জড়িত। এ মামলাটি তদন্ত ভার ওসি তদন্ত মশিউর রহমান কে দেয়া হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে