রাজশাহীতে পদ্মার চরে রাখালকে পিটিয়ে ২৫ গরু-মহিষ লুট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০; সময়: ১০:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীতে পদ্মার চরে রাখালকে পিটিয়ে ২৫ গরু-মহিষ লুট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নবগঙ্গা এলাকার পদ্মার চরে রাখালদের পিটিয়ে জখম করে ২৫টি গরু-মহিষ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বুধবার সকালে এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ নিয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়।

আহতরা হলেন, পদ্মার ওপারের চর মাজারদিয়া গ্রামের আতাহার আলীর ছেলে সিরাজউদ্দৌলা টুনু (৩২), একই গ্রামের আবদুল গাফফারের ছেলে মো. বাবু (৩০) এবং ইসাহাক আলীর ছেলে তাহাজুল ইসলাম (৪৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনেরা জানান, পদ্মা নদীতে জেগে ওঠা চরে গরু-মহিষ চরানো হয়। প্রতিদিনের মতো বুধবারও নবগঙ্গা এলাকার বিপরীতে পদ্মার চরে গবাদিপশু নিয়ে যায়। এ সময় নবগঙ্গা এলাকার চর দখলকারী রাসেল, ঝাটু, ইসমাইল, সাদেক, দুলাল ও বেলালসহ ১০-১৫ জন গিয়ে রাখালদের মারধর শুরু করেন। তারা দাবি করেন, চরের এসব জমিতে তারা চাষাবাদ করবেন। গরু-মহিষ চরানো যাবে না।

এ সময় রাখালরা বলেন, এটা সরকারি চর। এখানে তারা গরু-মহিষ চরাতেই পারেন। এ কথা শুনেই টুনু, বাবু ও তাহাজুলকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তারা হাঁসুয়া দিয়েও তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তারা তিনজন আহত হলে তাদের ১৫টি গরু ও ১০টি মহিষ নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজশাহীরর দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নেয়া হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে