মোহনপুরে পুকুরে মুরগীর বিষ্টা প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
মোহনপুরে পুকুরে মুরগীর বিষ্টা প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরে এক মৎস্য চাষির একটি বড় পুকুরে শত্রুতামূলক কক মুরগীর ফার্মের বিষ্টা প্রয়োগ করে রুই, কাতলা, জাপানীরুই, সিলভার কার্প, আইড়মাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫ মণ পোনা মাছ নিধন করা হয়।

এ ঘটনায় মোহনপ্রু উপজেলার নওগাঁ গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল হালিম বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পুকুর মালিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় নওগাঁ গ্রামের আব্দুল হালিম দীর্ঘদিন ধরে সরকারি বিধিমোতাবেক খাস পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছে।

পুকুরে মাছ ছাড়ার কয়েক মাসের মধ্যেই গত ১৯ সেপ্টেম্বর পুকরে মুরগীর বিষ্টা বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়। এ ঘটনায় একই গ্রামের ওসমান আলীর ছেলে আজিজুর রহমানের নাম উল্লেখ মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অভিযোগটির তদন্ত কাজ চলছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত যে হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে