রাসিকে ইজিবাইক ও অটোরিক্সাসহ ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
রাসিকে ইজিবাইক ও অটোরিক্সাসহ ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে চলাচলকারী ইজিবাইক, অটোরিক্সা এবং অন্যান্য তিন চাকা বিশিষ্ট যানবাহনসমূহ সুশৃঙ্খলভাবে চলাচল ও নিয়ন্ত্রণের বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির ৯ম মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় আগামী ১লা অক্টোবর হতে ২০২০-২০২১ ইং অর্থ বছরের অটোরিক্সা, চার্জার রিক্সা চালকের নতুন ও নবায়ন রেজিস্ট্রেশন শুরুসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যানবাহন) কাজী আনোয়ার দিল, সহকারী প্রোগ্রামার মোঃ হেলালুজ্জামান, পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা প্রমুখ।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে