কেশরহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউরের গণসংযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ১২:২০ অপরাহ্ণ |
কেশরহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউরের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : দেশের নির্বাচিত পৌরসভা গুলোর মেয়াদ শেষের দিকে হওয়ায় ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে দুই শতাধিক এই স্থানীয় সরকার ভোট করবে সংস্থাটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফরহাদ আহাম্মদ খান সম্প্রতি মিডিয়া কর্মীদের জানান, আগামী অক্টোবরে দেশের পৌরসভাগুলোর নির্বাচনের জন্য সময় গণনা শুরু হবে। এক্ষেত্রে ২০২০ সালের ডিসেম্বর মধ্যেই ভোট করতে হবে।

ভোটের এখনো কয়েক মাস বাকি। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে রাজশাহীর কেশরহাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থীর পাশাপাশি বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনা চোখে পড়ার মতো। শুরু করেছে গণসংযোগ পথসভা।

বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি জন-সম্পর্ক স্থাপন করেছেন কেশরহাট পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান (মুশি)। যুবদল নেতা মশিউর দিন রাত কেশরহাট পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক ভাবে গণসংযোগ চালাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে রোববার ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন।

এসময় সব বয়সের সকল শ্রেণি পেশার মানুষের সাথে সাক্ষাত করেন এবং বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার অঙ্গিকারে ভোট চান। তিনি বলেন, গণতন্ত্র উদ্ধারে ও পৌরসভার উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন, আপনারা যদি আমাকে ভালবেসে ভোট দিয়ে বিজয়ী করেন আমি আপনাদের ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রথম কাজ হিসেবে রাস্তা মেরামত করে দিবো। আপনাদের অদেখা উন্নয়ন করে দেখিয়ে দেবো। আপনার আমার জন্য দোয়া করবেন।

গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন এর একাংশ উপস্থিত ছিলো। তরুণ নেতা হিসেবে বিএনপির নেতাকর্মীদের মাঝে মশিউর রহমানের তুমুল জনপ্রিয়তা রয়েছে বলে মনে করেন বিএনপির সাধারণ ভোটাররা।

  • 75
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে