বাগমারা তাহেরপুরে পৌরসভার সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০; সময়: ৯:৪৯ অপরাহ্ণ |
বাগমারা তাহেরপুরে পৌরসভার সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

এস.এম.সামসুজ্জোহা মামুন, নিজস্ব প্রতিবেদক তাহেরপুর বাগমারা : বাগমারার তাহেরপুর পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

২০ সেপ্টেম্বর দুপুর দেড়টায় তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিশুপাড়ার মুলিশা মোড়ে তাহেরপুর পৌর মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় তাহেরপুর পৌর সভার মেয়র অধ্যাক্ষ আবুল কালাম আজাদ বলেন, পৌরবাসির সুপেয় পানির অভাব দুরীকরণে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমার লক্ষ্য পৌরসভার প্রত্যক বাড়ীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগমারার উপ-সহকারি প্রকৌশলী আলামিন হোসেন।

প্রকৌশলী জানান, প্রাথমিকভাবে খনন ও পানি শোধন ও মুলিশায় স্থায়ী একটি ভবন নির্মাণে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পের ব্যয় আরও বাড়বে।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কমিশনার বাবুল খাঁ, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এস এম সামসুজ্জোহা মামুন, পৌর যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (হাবু), পৌরসহদপ্তর সম্পাদক জাহিদ আকরাম, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কোরবান আলী খাঁ, পৌরসভার ষ্টাফ জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, আনোয়ার প্রমুখ।

  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে