কাউন্সিলর হয়ে মানুষের সেবা করতে চান আসলাম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
কাউন্সিলর হয়ে মানুষের  সেবা করতে চান আসলাম

নিজস্ব প্রতিবেদক : আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদ-প্রার্থীদের পাশাপাশি দোড়ঝাপ শুরু করেছেন কাউন্সিউলর পদ-প্রার্থীরা। পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর রুস্তম আলী প্রাং এবার আওয়ামী লীগের দলীয় মননোয়ন নিয়ে মেয়র নির্বাচন করার লক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করছেন। তাই এই ওয়ার্ড থেকে একাধিক তরুন নেতা কাউন্সিলর নির্বাচন করার আশা ব্যাক্ত করেছেন।ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাড়া-মহল্লায় প্রচার-প্রচরনা ও দোয়া চেয়ে নির্বাচনে অংশ গ্রহনের কথা জানিয়েছেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী, বিশিষ্ট ব্যবস্যায়ী ও তরুন নেতা আসলাম হোসেন।

কাউন্সিলর পদ-প্রার্থী আসলাম হোসেন বলেন বলেন, ছোট বেলা থেকে আমার ইচ্ছা ছিলো মানব সেবা করার। আমি ছাত্র জীবন থেকে বিভিন্ন ভাবে সামাজিক কাজে অংশ গ্রহণ করেছি। অত্র ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষদের সাথে মতবিনিময় করে এই নির্বাচনে আমি অংশ নিয়েছি। আমি তরুন নেতা হিসেবে দল-বল নির্বিশেষে সকল জনগনের হৃদয়ে জায়গা করে নিতে পারবো বলে মনে করছি এবং তরুণ প্রজন্ম আমার সাথেই আছে।

তিনি আরো বলেন, আমার চিন্তা চেতনা সর্বদা ওয়ার্ড বাসির সেবা করা। যদি জনগণ আমাকে ভোট দিয়ে কাউন্সিউলর নির্বাচিত করে তাহলে আমি কাউকে বঞ্চিত না করে সমবন্টন প্রক্রিয়া চালু করবো ও বর্তমান কাউন্সিউলরের অসামাপ্ত কাজ গুলো সম্পর্ন করবো।

উল্লেখ্য, দেশের নির্বাচিত পৌরসভা গুলোর মেয়াদ শেষের দিকে হওয়ায় ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ডিসেম্বর মধ্যে দুই শতাধিক এই স্থানীয় সরকার ভোট করবে সংস্থাটি। ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফরহাদ আহাম্মদ খান সম্প্রতি মিডিয়া কর্মীদের জানিয়েছেন, আগামী অক্টোবরে দেশের পৌরসভাগুলোর নির্বাচনের জন্য সময় গণনা শুরু হবে। এক্ষেত্রে ২০২০ সালের ডিসেম্বর মধ্যেই ভোট করতে হবে।

ভোটের এখনো কয়েক মাস বাকি। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে রাজশাহীর কেশরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদ-প্রার্থীরা।

  • 249
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে