আল্লামা শফীর মৃত্যুতে এমপি মনসুরের শোক প্রকাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
আল্লামা শফীর মৃত্যুতে এমপি মনসুরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেতদ, দূর্গাপুর : দেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস বাংলাদেশ ও হেফাজত-ই-ইসলাম বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুত্র গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

সাংসদ ডাঃ মনসুর রহমান প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করে বলেন, মাওলানা আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রখ্যাত এ আলেম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

  • 49
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে