পদ্মা রাজশাহী রোটারি ক্লাবের গভর্ণর’স অফিসিয়াল ভিজিট ও এ্যাসেম্বলি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
পদ্মা রাজশাহী রোটারি ক্লাবের গভর্ণর’স অফিসিয়াল ভিজিট ও এ্যাসেম্বলি

নিজস্ব প্রতিবেদক : পদ্মা রাজশাহী রোটারি ক্লাবের চলমান অর্থ বছরের গভর্ণর’স অফিসিয়াল ভিজিট ও এ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮১ জেলা গভর্ণর রুবাইয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আনন্দ কুমার সাহা। এছাড়াও ঢাকা ও রাজশাহীর রোটারি অঙ্গনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ৬ টি প্রোজেক্ট সুসম্পন্ন হয়েছে।

প্রোজেক্টগুলো হচ্ছে-আমনুড়া ও তানোর উপজেলাধীন আরসিসি এর তত্ত্বাবধানে স্কুল ও কলেজ প্রাঙ্গনে রোপনের উদ্দেশ্যে ফলজ ও ওষধি গাছের বীজ বিতরণ করা হয়েছে। কোভিড’১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় আরসিসি এর আওতায় আমনুড়া সেলাই প্রকল্পের উদ্যোগে স্বল্প মূল্যের মাস্ক তৈরি ও রোটারি ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে গভর্নরকে স্যাম্পল সরবরাহ করা হয়েছে।

স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আওতায় ১ জন বি.বি.এ, ৬ জন নার্সিং ও ২ জন এইচ.এস.সি শিক্ষার্থীর মাঝে বৃত্তিপ্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জন সুবিধাবঞ্চিতের মাঝে ইনকাম জেনারেশানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত ১৫ জন শিক্ষার্থীকে ভোকেশনাল ট্রেইনিং (আই.সি.টি) এর আওতাভুক্ত করনের লক্ষ্যে ইমাজিন কস্পিউটার এন্ড সলিউশানস এর সহযোগিতায় গঙট সাক্ষরিত হয়েছে।

কোভিড’১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে রাজশাহী ক্যান্সার হাসপাতাল কর্তৃক পরিচালিত “অক্সিজেন পুল” নামক প্রোজেক্টে জনতা ব্যাংক এ্যাসোসিয়েশানের সহযোগিতায় যৌথ ভাবে ৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

প্রায় সবক’টি প্রোজেক্টই ঢাকা কারওয়ান বাজার ও পদ্মা রাজশাহী রোটারি ক্লাবদ্বয়ের যৌথ উদ্যোগে আয়োজিত। আয়োজনের মধ্যমনি গভর্নর তাঁর বক্তব্যে পদ্মা রাজশাহী ক্লাবের প্রতিটি কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং মানবতার সেবায় এই ক্লাবের পদক্ষেপ অনুকরনীয় উল্লেখপূর্বক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে