রাজশাহী বিভাগে করোনায় বেড়েছে সুস্থতার হার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০; সময়: ১:৪১ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনায় বেড়েছে সুস্থতার হার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহীতে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৩৮ জন।

শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮৯ জন এবং সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ৩১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৫৫ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ২০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, বগুড়ায় ১৮ জন, সিরাজগঞ্জে ১৪ জন ও পাবনায় ১১ জন। তবে নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৩০৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৮১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৫৯ জন, নওগাঁয় ১ হাজার ২৩৮ জন, নাটোরে ৯৪৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৪২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭৯ জন ও পাবনায় ১ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮৯ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৯ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৫ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬ হাজার ৩১৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ১০৩, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ১৪১ জন, নাটোরে ৭৩৯ জন, জয়পুরহাট ৮৬৩ জন, বগুড়ায় ৬ হাজার ৩৬১ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৫১৫ জন ও পাবনায় ৯৭৩ জন।

  • 66
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে