রাজশাহীতে ডাব খাইয়ে ২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১১:০১ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সাহেববাজার এলাকায় এনসিসি ব্যাংকের শাখা থেকে ২ লাখ টাকা তুলে বাড়ির পথে রওনা দেন মো. মুজাফ্ফর। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহাড়পুরের পবাতৈর গ্রামে। কিন্তু পথেই খোয়াতে হয়েছে সেই টাকা। অভিনব কৌশলে ডাব খাইয়ে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ছিনতাইকারি চক্র। বুধবার দুপুরে রাজশাহী বাসস্টান্ডে এ ঘটনা ঘটে।

মো. মুজাফ্ফর জানান, এনসিসি ব্যাংকের সাহেববাজার থেকে ২ লাখ টাকা তুলে নওগাঁ-রাজশাহী রোডের বাসস্টান্ডে গিয়ে আনুমানিক বেলা ১১টার দিকে বাসে চেপে রওনা দেন তিনি। বাসে উঠে জানালার পাশে বসেন। পাশে সিট ফাঁকা থাকায় একজন লোক এসে বসেন সেখানে। এমন সময় বাসের নিচে “ডাব, ডাব, ডাব” হাঁক ছাড়ে এক ডাব বিক্রেতা। এক পর্যায়ে পাশের লোকটা ডাব খাওয়ার ইচ্ছে পোষণ করে; এবং প্রচন্ড গরমের কথা বলে মো. মুজাফ্ফরকেও ডাব খাওয়ার জন্য সম্মত করে।

তিনি আরও জানান, ডাব খাওয়ার পর মুজাফ্ফর অজ্ঞান হয়ে পড়ি। এরপর কি হয়েছিল মুজ্জাফ্ফর বলতে পারেননি। আর এভাবেই অভিনব কায়দায় ডাব খাইয়ে ছিনতাইকারি চক্র তার কাছে থাকা ২ লাখ টাকা ও ২টি দামি ফোন হাতিয়ে নেয়। এরপর আনুমানিক ১২টার দিকে তাকে মান্দা থানার সুতিহাট বাসস্ট্যান্ডে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে মামলায় মামলা করা হয়েছে বলে জানান মো. মুজাফ্ফর।

  • 431
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে