রাজশাহীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গৃহবধূ নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১০:২৬ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছে তার তিন বছর বয়সী শিশুকন্যা। মারা গেছে একটি মহিষও। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম রুবিনা খাতুন (৩০)। তিনি উপজেলার নিমতলা গ্রামের আব্দুল্লাহ হীল বাকী ওরফে কটুর মেয়ে। তার শ্বশুরবাড়ি ডুমুরিয়া গ্রামে। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় তার শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য আফতাব উদ্দিন জানান, সন্ধ্যার দিকে রুবিনা সন্তান কোলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হালকা বাতাসেই বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে মা-মেয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এছাড়া আবু বাক্কার নামের এক ব্যক্তির একটি মহিষ মারা গেছে বিদ্যুতায়িত হয়ে। বিষয়টি পুলিশ এবং নর্দান পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (নেসকো) জানানো হয়েছে বলেও জানান আফতাব উদ্দিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে