অপরাধ মুক্ত আরএমপি গড়তে স্থানীয়দের সহযোগীতা চাইলেন পুলিশ কমিশনার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৯:১০ অপরাহ্ণ |
অপরাধ মুক্ত আরএমপি গড়তে স্থানীয়দের সহযোগীতা চাইলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক : আরএমপির কর্ণহার থানা পরিদর্শন ও বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। গত বুধবার দুপুরে কর্ণহার থানায় এ সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।

আরো উপস্থিত ছিলেন ডি এম হাসিবুল বেনজীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার কশিয়াডাঙ্গা জোন উৎপল কুমার চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, আরএমপি, কর্ণহার থানার অফিসার ইনচার্জ, মোঃ আনোয়ার আলী তুহীনের উপস্থাপনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কর্ণহার থানার বিটের অফিসারগণসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার বক্তব্য বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার সহযোগীতা কামনা করেন। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন। সর্বপরি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে