পিডিবি ঠিকাদারের বিরুদ্ধে রাস্তায় মাটি ফেলে রাস্তা নষ্ট করার অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৮:৩৭ অপরাহ্ণ |
পিডিবি ঠিকাদারের বিরুদ্ধে রাস্তায় মাটি ফেলে রাস্তা নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মহানগরীর খ্রিষ্টানপাড়া নাহার একাডেমীর পাশ থেকে ড্রেনের পাশ দিয়ে সিটি হাট পর্যন্ত সিটি কর্পোরেশন তৈরী করেছে প্রশস্থ এক সুদৃশ্য রাস্তা। তবে এক বছর না পেরুতেই রাস্তাটিতে মাটি বাহী ট্রাক্টর চলাচল করিয়ে মাটি ফেলে কর্দমাক্ত ও রাস্তা দেবে দেয়ার অভিযোগ উঠেছে রাজশাহী পিডিবির এক মৌসুমী ঠিকাদারের বিরুদ্ধে। শুধু তাই নয় রাস্তার ডান পাশে ড্রেন ঘেঁষা যে নিরাপত্তা বেষ্টনী সেই বেষ্টনীর শুরুর পিলারটিও গাড়ি তার মাটিবাহী গাড়ি চলাচলে ভেঙে দিয়েছে।

জানা যায়, রাজশাহী পিডিবির এক মৌসুমী ঠিকাদার ওবায়দুল কয়ের দাঁড়া বিলপাড়া এলাকায় রাস্তার পাশে অবস্থিত তার স্ত্রীর প্রায় পৌনে দু বিষা জমি সম্প্রতি দেয়াল তুলে উচু করেছেন। সেখানেই মাটি দিয়ে ভরাট করতে গত এক সপ্তাহ ধরে মাটিবাহী ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ করছেন।

মাটি ভরাট করতে গিয়ে তিনি এ রাস্তার প্রায় অর্ধেক অংশ মাটি ফেলে কর্দমাক্ত করে দিয়েছেন। পরিস্কার না করে দেয়ার ফলে যা বৃষ্টি হলে ছড়িয়ে যাচ্ছে। রোদ হলে প্রচুর ধুলা হচ্ছে। বিষয়টি নিয়ে ঠিকাদার ওবায়দুলের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি কর্ণপাত করেননি।

এ সমস্যার ফলে এ পথে দিয়ে যে শতশত দর্শনার্থী ও হাঁটতে আসা ব্যাক্তিরা আসতেন তারা পড়েছেন বিপাকে। একটু বৃষ্টিতেই যানবাহনের চাকা পিছলে ঘটছে দূর্ঘটনা। আর প্রশস্থ ১৮ ফিটের পুরো সড়কে কাদা মাখামাখি হয়ে থাকায় পায়ে হাঁটারও অসুবিধা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ চান এলাকাবাসী।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে