র্দীঘদিন পরে সাধনপুর হতে মঙ্গপাড়া সড়কের কার্পেটিং কাজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৮:০৬ অপরাহ্ণ |
র্দীঘদিন পরে সাধনপুর হতে মঙ্গপাড়া সড়কের কার্পেটিং কাজ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউপির সাধনপুর এলাকা থেকে শুরু করে মঙ্গলপাড়া এলাকার সুইজগেট পর্যন্ত গভীরভাবে রাস্তা খনন করে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে তা ভরাট করে সড়কটির নির্মাণ কাজ চলতে থাকে।

তবে ৬ মাস আগে থেকে যদিও সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয় তখন এতোটা জোরালোভাবে তা করা হয়নি। ৫০ লাখ টাকা ব্যয়ে ১৫০০ মিটার সড়কটির নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার ওয়াকিল। সে থেকে এ পর্যন্ত প্রায় ৬ মাস যাবৎ কাজ করার পর বর্তমানে তা সমাপ্তির পথে। যদিও এ সড়কটির কাজ অনেক আগেই শেষ করা হতো। কিন্তু এ বছরের ঝড় ও প্রবল বর্ষণে সড়কটির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে সংশ্লিষ্ট ঠিকাদার আর্থিকভাবে বিশাল ক্ষতির শিকার হন।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় সাধনপুর বাজার থেকে সাঘুসপাড়া পযন্ত সামনে থেকে রাস্তার প্রবেশ মুখ পর্যন্ত প্রায় ১৫০০ মিটার ধরে কার্পেটিং কাজ চলছে। এর মধ্যে প্রায় দু-তৃতীয়াংশ কাজ শেষ। যে টুকু বাকি আছে সেটুকু আগামী ৩/৪ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে ঠিকাদার ওয়াকিল জানান।

সড়কটির নির্মাণ কাজের গুণগতমান কেমন হচ্ছে এ ব্যাপারে এলজিইডির উপস্থিত কয়েকজন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়।

তারা বলেন, কাজের মান ভালোই হচ্ছে। প্রতিদিন আমরা এখানে দাঁড়িয়ে থেকে কাজের মান এবং পরিমাণ ঠিক আছে কী না তা পরীক্ষা করে দেখছি। আমরা যেভাবে চেয়েছি সে ভাবেই কাজের মান হচ্ছে। এ ছাড়া উপস্থিত স্থানীয় এলাকাবাসীর ক’জন একই কথা বলেন। সড়কটির বাদ বাকি কাজ সম্পর্কে কথা হয় মেসার্স হামজাজি এন্টারপ্রাইজ প্রোঃ ঠিকাদার ওয়াকিল এর সাথে।

জানতে চাওয়া হয় সাঘুসপাড়া থেকে মঙ্গলপাড়া পর্যন্ত সড়কটির যে কাজ বাকি রয়েছে তা শেষ হতে আর কতোদিন লাগবে? তিনি জানান, সেখান থেকে এখনো অনেক কাজ বাকি রয়েছে। ড্রেজার দিয়ে ভরাট করে তারপর রাস্তার নমুনা তৈরি করতে হবে এরপর বাকি কাজ শুরু করা যাবে। তবে আশা করছি ৮/১০ দিন কিংবা তার আগেই তা সমাপ্ত হবে।

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে