বর্জ্য ব্যবস্থানা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৭:৩৯ অপরাহ্ণ |
বর্জ্য ব্যবস্থানা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় বর্জ্য থেকে জ¦ালানি তৈরি ব্যাপারে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান স্কলারর্স পাওয়ার লিমিটেড কোম্পানির বাংলাদেশী প্রতিষ্ঠান ইনডিউরিং এনার্জি। রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির এমডি কে.এম নূর-ই-আলম, ডিরেক্টর মোহাম্মদ দীন ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুর রশিদ ও আলবার্ট হোসেন, ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মজুমদার আসিফ ইকবাল, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমা ইয়াসমিন প্রেমা, লাইফ এন্ড স্যাডোর মোহাম্মদ রিয়াল আকন্দ।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার প্রমুখ।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে