বিট পুলিশিং সেবা জনগনের দোড় গোড়ায় পৌছালে কমবে অপরাধ: এএসপি সুমন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
বিট পুলিশিং সেবা জনগনের দোড় গোড়ায় পৌছালে কমবে অপরাধ: এএসপি সুমন

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর কেশরহাট পৌরসভা এলাকার জনগণের মাঝে পুলিশি সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় কেশরহাট পৌরসভা হল রুমে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব। প্রধান অতিথি বিট পুলিশিং সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ
বিভিন্ন বিষয় নিয়ে জনগনের মাঝে বক্তব্য রাখেন।

বিট পুলিশিং সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে পারলে সকল ধরণের অপরাধ কমবে বলে মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং সভায় মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ, পৌর প্যানেল মেয়র কাউন্সিলর রুস্তম আলী প্রামানিক। ওসি মোস্তাক আহম্মেদ মাদক প্রতিরোধ ও নির্মূলে জনগণের সহযোগিতা চেয়েছেন। তিনি আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান, ৭নং বিট অফিসার এস আই মাহবুবুর রহমান, ৮ নং বিট অফিসার এস এস আই রাজু আহম্মেদ, ৯ নং বিট অফিসার আমান উল্লাহ, এ এসে আই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমেনা আক্তার, জোসনা খাতুন, লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু সহ কেশরহাট পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং অত্র কেশরহাট পৌর এলাকার জনসাধারণ ।

 

  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে