রাজশাহী অঞ্চলে নতুন শনাক্ত ৬৪, মৃত্যু বেড়ে ২৮৮

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১২:০৭ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে নতুন শনাক্ত ৬৪, মৃত্যু বেড়ে ২৮৮

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫০৯ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৫ হাজার ৯৮০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৪৮ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৯ জন, নাটোরে ১১ জন, বগুড়ায় ৩০ জন ও সিরাজগঞ্জে ১৪ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয়, জয়পুরহাট ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ২৮৮ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় ১ হাজার ২৩৮ জন, নাটোরে ৯৪৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৪২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭২ জন ও পাবনায় ১ হাজার ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৯ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৫ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫ হাজার ৯৮০ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৯০৪, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ১৩৭ জন, নাটোরে ৭৩৪ জন, জয়পুরহাট ৭৫৩ জন, বগুড়ায় ৬ হাজার ৩৪১ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৫১৫ জন ও পাবনায় ৯৭৩ জন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে