জিরোপয়েন্টে আরএমপি পুলিশ বক্স নির্মাণে জায়গা পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
জিরোপয়েন্টে আরএমপি পুলিশ বক্স নির্মাণে জায়গা পরিদর্শনে মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অনুরোধে ট্রাফিক বিভাগের জন্য মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে পুলিশ বক্স নির্মাণ করে দিতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

জনগুরুত্বপূর্ণ এ এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে পুলিশ বক্স স্থাপনের বিষয়টি বিবেচনায় নেয় রাসিক। পুলিশ বক্স স্থাপনের লক্ষ্যে সিটি কো-অপারেটিভ সোসাইটি ভবনের জায়গায় পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার বেলা ১১টায় জায়গাটি পরিদর্শন করেন মেয়র।

পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, দি রাজশাহী সিটি কর্পোরেটিভ সোসাইটির সেক্রেটারী নুরুল ইসলাম মতিন, নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শফিকুল আলম, আব্দুল মমিন কাজল, আব্দুল গাফ্ফার, ইয়াহিয়া ফেরদৌস, মোসাকলিমুল্লাহ ও পিটার উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে