মোহনপুরে যৌতুকের কারণে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০; সময়: ১১:১২ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে যৌতুক না পেয়ে জান্নাতুন ফেরদৌস রিমা (১৫) গৃহবধূকে হত্যার অভিযোগের মামলায় দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে মোহনপুর পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন গৃহবধূ রিমার শ্বাশুড়ি রেনুকা বেগম (৪৫) ও ননদ শাকিলা অরুনা (২৬)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মৌগাছি পশ্চিমপাড়া গ্রাম থেকে সোমবার রাতে গৃহবধূ রিমার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারীতে (মর্গে) পাঠানো হয়েছে।

গৃহবধূর পরিবার দাবি করেছেন শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক না পেয়ে রিমাকে হত্যা করে। পরে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ ঘটনায় গৃহবধূ রিমার বাবা আনারুল ইসলাম বাদী হয়ে রিমার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদসহ পাঁচজনকে আসামি করে মোহনপুর থানায় হত্যা মামলা করেছেন।

গৃহবধূর পরিবারের অভিযোগ, এক বছর আগে উপজেলার মৌগাছি পশ্চিমপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে আবির রায়হানের (২৪) সাথে পারিবারিকভাবে রিমাকে বিয়ে দেন তারা। বিয়ের কিছুদিন পর থেকে ৩ লাখ টাকা যৌতুক আনার জন্য রিমাকে চাপ দিতে থাকেন স্বামী আবির রায়হান। মেয়ের সুখের কথা ভেবে অনেক কষ্টে দেড় লাখ টাকা দিয়েছেন রিমার বাবা।

রিমার বাবা আনারুল ইসলাম বলেন, বাকি দেড় লাখ টাকা যৌতুক দিতে না পারায় তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় আমি থানায় হত্যা মামলা দায়ের করেছি। রিমাকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

এবিষয়ে মোহনপুর থানার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে