রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে বিরল প্রজাতির আগর গাছ রোপন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে বিরল প্রজাতির আগর গাছ রোপন
রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে বিরল প্রজাতির আগর গাছ প্রদান করেছেন বৃক্ষ প্রেমী মাহবুব পলাশ। মঙ্গলবার জাদুঘর কর্তৃপক্ষের কাছে তিনি এই বিরল গাছ হস্তান্তর করেন।
পরে সেগুলো  নিজে হাতে জাদুঘর চত্তরে তিনি রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক প্রফেসর অলী রেজা মো আব্দুল মজিদ ও মিউজিয়ামের তত্ত্বাবধায়ক আব্দুল কুদ্দুস।
মাহবুব পলাশ প্রথম দফায় দুইটি গাছ প্রদান করেন সেখানে। তিনি জানান সামনের দিনে আরও কয়েকটি গাছ এখানে প্রদান করা হবে। এগুলো যাতে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকে এজন্য আগামীতে টবে এসব গাছ দেওয়ার কথা জানান তিনি।
  • 173
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে