বাগমারায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মোহড়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
বাগমারায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মোহড়া

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নি নির্বাপক মোহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপক মোহড়া অনুষ্ঠিত হয়।

বর্তমান সময়ে প্রতিটি বাসা-বাড়ি, অফিস-আদালত, দোকানপাট এমন কোন স্থান নেই যেখানে রান্নার কাজে গ্যাসের ব্যবহার হচ্ছে না। এ সকল স্থানে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার পরিমানও অনেকাংশে বেড়ে চলেছে।

গ্যাস সিলিন্ডার থেকে কোন কারনে আগুন ধরে গেলেও তা অতি সহজে বন্ধ করা যায়। এর ফলে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। গ্যাস সিলিন্ডারে আগুন গেলে কি ভাবে সেটা বন্ধ করা যায় সে বিষয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মোহড়াটি অনুষ্ঠিত হয়।

কোন ক্ষয়ক্ষতি ছাড়াই অতি সহজে জান-মাল রক্ষা করতে পারবেন সবাই। গ্যাস সিলিন্ডারে আগুণ ধরিয়ে দিয়ে তা বন্ধ করার প্রক্রিয়াটি জনসম্মুখে উপস্থাপন করেন বাগমারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইব্রাহীম হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, বন কর্মকর্তা জোনাব আলী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে