জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে জনগণের দোড় গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের হল রুমে মৌগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব।

প্রধান অতিথি বিট পুলিশিং ও বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জনগনের মাঝে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মোহনপুর থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান, ৪নং বিট অফিসার এস আই আমজাদ হোসেন, এ এস আই মুক্তার হোসেন সহ সঙ্গীয় ফোর্স। পরিষদ সচিব রাশেদুল ইসলাম, ইউপি সদস্য আফসার আলি, আইয়ুব আলি, বদিউজ্জামান, মেজর আলি বিশ্বাস, রেজাউল, দুলাল, এমদাদুল, সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া, নূরফোন নেছাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে