পুঠিয়া উপজেলায় ৮টি জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ 

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০; সময়: ৫:৩৬ অপরাহ্ণ |
পুঠিয়া উপজেলায় ৮টি জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ 
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর  পুঠিয়া উপজেলায় মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার সকালে  মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে  পুঠিয়া উপজেলার আটটি জলাশয়ে তিনশত ঊনচল্লিশ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শিলমাড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বিলে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. হিরা বাচ্চু এবং পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান,  শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ  হোসেন মুকুল, পোনা গ্রহণ ও অবমুক্ত কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মৎস্য চাষি, মৎস্যজীবীগণ এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর আলী জানান এটি মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বাড়াতে সরকারের প্রতি বছরের নিয়মিত কার্যক্রম। অবমুক্তকৃত পোনা বড় হয়ে মাছে রূপান্তরিত হবে এবং গরীব জেলেরা তা আহরণ করে উপকৃত হবেন এবং দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। অবমুক্তকৃত ও প্রাকৃতিকভাবে সৃজিত পোনা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে