রাজশাহীর সাঁকোয়াটেক্সের নিজস্ব বিদ্যুৎ জেনারেশন প্ল্যান্টের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
রাজশাহীর সাঁকোয়াটেক্সের নিজস্ব বিদ্যুৎ জেনারেশন প্ল্যান্টের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বিসিকে স্থাপিত সাঁকোয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরি সাঁকোয়াটেক্সের নিজস্ব বিদ্যুৎ জেনারেশন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। নিজস্ব বিদ্যুৎ জেনারেশন প্ল্যান্টের ফলে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে সাঁকোয়াটেক্সে সোয়েটার ফ্যাক্টরিতে।

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সোয়েটার ফ্যাক্টরি নিজস্ব বিদ্যুৎ জেনারেশন প্ল্যান্টের উদ্বোধন করেন এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনা গ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ার জাহান, নর্দান পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ম্যানেজার জামিলুর রহমান, সাঁকোয়াটেক্সর সোয়েটার ফ্যাক্টরির জিএম মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার অভি, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান সহ সাঁকোয়াটেক্সর সোয়েটার ফ্যাক্টরির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে