করোনা জয় করে ফিরলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০; সময়: ৮:৩৯ অপরাহ্ণ |
করোনা জয় করে ফিরলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ ফকরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ আগস্ট তার রামেক হাসপাতালে করোনা নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়।

তারপর পরই তিনি ঢাকায় রওনা হন। ঢাকা বিশেষ একটি মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার দ্বিতীয় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে এবং ডাক্তারের পরার্মশ অনুযায়ী ঢাকায় হোম কোয়ারেন্টাইনে থাকেন।

তিনি সুস্থ হয়ে ২৫ দিন পর রাজশাহীর চারঘাট উপজেলা আসার খবর শুনে বিভিন্ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনসহ স্থানীয় নেতাকমীরা বিভিন্ন পয়ন্টে তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমায়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শিশিতলা নামক স্থানে ও চারঘাট বাজারের চৌরাস্তার মোড়ে চারঘাট প্রেসক্লাবের সামনে ফুলের তোড়া ও মালা দিয়ে স্থানীয় নেতাকমীবৃন্দরা করোনা জয়ী চেয়ারম্যান ফকরুল ইসলামকে বরণ করে নেয়।

এসময় উপস্থিত ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাদারন সম্পাদক ও মেয়র পদ প্রার্থী একরামুল হক,চারঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেনুল হক রানা, শ্রমিকলীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় নেতাকমীরা।

সবশেষে তিনি আবেগ আপ্লুত কন্ঠে এই দুঃসময়ে পাশে থেকে সাহস যোগানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে